 
                                    বদলে যাচ্ছে ওপেনিং জুটি, শেষ ম্যাচে একাদশে থাকবেন কারা?
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১৫:৩৯
টি-টোয়েন্টিতে টানা চার সিরিজে জয়ের পর পরাজয়ের স্বাদ হজম করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্প রান তাড়া করতে গিয়েও জয়ের দেখা পায়নি লিটনের দাসের দল। হতশ্রী ব্যাটিংয়ে দুই ম্যাচ হারার পর শেষটায় হোয়াইটওয়াশ এড়াতে চাইবে স্বাগতিকরা। তাতেই একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন।
সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেনিং করেছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। জানা গেছে, ওপেনিং জুটিতে ফিরতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। তামিম-ইমনকে জায়গা করে দিতে চারে খেলতে পারেন সাইফ হাসান। এক ধাপ পিছিয়ে যাবেন তাওহীদ হৃদয়। তাতে দল থেকে বাদ পড়বেন অফফর্মে থাকা জাকের আলী।
ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। যদিও সোহানকে দলে না নিয়ে শেখ মেহেদীকে খেলাতে চায় টিম ম্যানেজম্যান্টের একটি পক্ষ। এ ছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমআই
 
                         
                     
             
                     
                     
                    