তামিমের রেকর্ড গড়া ম্যাচে টেনেটুনে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১৯:৫৫
ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লিটনদের ব্যাটিংয়ে একই চিত্র দেখা গেল। দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ৮৯ রান করার পরেও বাংলাদেশ থেমেছে মাত্র ১৫১ রানে। তাতে চট্টগ্রামে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কাও উঁকি দিচ্ছে।
মতিউর রহমান স্টেডিয়ামে আজ (শুক্রবার) টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ছিল শুরুতে উইকেট না হারিয়ে শেষের দিকে ঝড় তোলা। সেই লক্ষ্য সফলও বলা যায়। ১৪ ওভার পর্যন্ত বাংলাদেশ হারিয়েছিল মাত্র ২ উইকেট, স্কোরবোর্ডে ছিল ৯৯ রান।
স্লগ ওভার আসতেই পাল্টে যায় বাংলাদেশের চিত্র। ১৫তম ওভারে দলীয় ১০৭ রানে আউট হন সাইফ হাসান। এরপর একে একে বাকিরাও আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। তামিম-সাইফ আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাতে ম্যাচের শেষ বল পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৫১ রান তুলে টাইগাররা।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান করলেন ওপেনার তানজিদ তামিম
Posted by Khela.com on Friday, October 31, 2025
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৬২ বলে ৮৯ রান করে শেষ ওভারে আউট হয়েছেন এই ক্রিকেটার। তবে আউট হওয়ার এই নতুন রেকর্ডে নাম লেখান তামিম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম এক হাজার রান করেন তিনি।
বিশ ওভারের ক্রিকেটে হাজার রানে পৌঁছাতে ৪২ ইনিংস ব্যাট করেছেন এই ব্যাটার। এ তালিকায় এর আগে সবার ওপরে ছিলেন তাওহীদ হৃদয়। চলতি বছরেই ৪৫ ইনিংস খেলে এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। তবে বছর ঘুরার আগেই হৃদয়কে টপকে শীর্ষে ওঠলেন তানজিদ হাসান।
ম্যাচে তানজিদের পর এই ম্যাচে সর্বোচ্চ রান করেছেন সাইফ হাসান। ২৩ রান করতে খেলেছেন ২২ বল। বাকি ব্যাটারদের মধ্যে ইমন ৯, লিটন ৬, রিশাদ ৩, সোহান ১, নাসুম ১, জাকের ৫, শরীফুল ০ ও তাসকিন ৯ রান করেছেন। অন্যদিকে, ক্যারিবিয়ানদের হয়ে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রোমারিও শেফার্ড।
এমআই