৬৭০৩ দিনের ক্যারিয়ারে প্রথমবার এমন দিন দেখলেন রোহিত
খেলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৮:২২
বয়সটা কম নয়। ৩৮ ছাড়িয়ে ৩৯-এ পা রাখার পথে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। বাড়ন্ত বয়সে রোহিতের ক্যারিয়ারের ইতি নিয়েই গণমাধ্যমে চলছে নানান গুঞ্জন আর আলোচনা। ক্রিকেট থেকে শেষের শুরুতেই চমকপ্রদ ঘটনার সাক্ষী হলেন রোহিত। ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হয়েছেন তিনি।
২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল রোহিতের। লম্বা সময়ের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের সাক্ষী হয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। গত এক দশক ধরেই ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে অবস্থান করে আসছেন রোহিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এত দিন তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই নম্বর।
৩৮ বছর বয়সে এসে সেই বাধা পেরিয়েছেন এই ক্রিকেটার। ৬৭০৩ দিনের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক নম্বর ব্যাটার হিসেবে নিজেকে আবিষ্কার করেছেন তিনি। র্যাঙ্কিং নিয়ে আইসিসির সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে আজ (২৯ অক্টোবর) এই তথ্য জানা গেছে।
বর্তমানে রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১। অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ফিফটি করা বিরাট কোহলি এক ধাপ পিছিয়ে এখন ছয় নম্বরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়া সফরে এক সেঞ্চুরি ও এক ফিফটি করা রোহিত দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন। এর ফলে সতীর্থ ও অধিনায়ক শুবমান গিল নেমে গেছেন তিন নম্বরে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের ইনিংস খেলে সৌম্য সরকার এগিয়েছেন ২৪ ধাপ। বাঁহাতি এই ব্যাটার এখন আছেন ৬২ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এগিয়েছেন ২৩ ধাপ, অবস্থান এখন ২৫ নম্বরে।
এমআই