Advertisement
Us Bangla Airlines
আকবর আলীকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

আকবর আলীকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

খেলা ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৭

হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলি। আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিক্স-এ-সাইড এই দ্রুতগতির ক্রিকেট প্রতিযোগিতা।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টটি ক্রিকেটপ্রেমীদের কাছে সবসময়ই এক অনন্য রোমাঞ্চের আয়োজন। দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে ফের মাঠে গড়ানোর পর টানা দ্বিতীয় বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর। গতবার সেমিফাইনালে থেমেছিল বাংলাদেশ; এবার তাদের লক্ষ্য একটিই— শিরোপা জয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ। অধিনায়ক আকবর আলির সঙ্গে দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি, আগ্রাসী ওপেনার জিসান আলম, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, অভিজ্ঞ ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও অলরাউন্ডার তোফায়েল রায়হান।

বিশেষ নজর থাকবে জিসান আলমের দিকে, যিনি গত আসরে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ৬ উইকেট। এই ফরম্যাটে তার আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের ইনিংসের গতি নির্ধারণ করবে। অন্যদিকে মোসাদ্দেকের অভিজ্ঞতা ও সাইফউদ্দিনের ব্যালান্সড অলরাউন্ড পারফরম্যান্স দলকে বাড়তি শক্তি দেবে।

২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ঐতিহাসিক শিরোপা এনে দেওয়া আকবর আলির জন্য এটি নতুন অধ্যায়। অনূর্ধ্ব-১৯ থেকে উঠে এসে এবার জাতীয় কাঠামোর অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। মাঠে তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

হংকংয়ের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব, তবে ছোট বাউন্ডারির কারণে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। বাংলাদেশের কৌশল হতে পারে দ্রুত রান তোলা ও বোলিংয়ে ভ্যারিয়েশন আনায়ন। দলের ভারসাম্য ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বলা যায়— এবার বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত শুধু সেমিফাইনাল নয়, ফাইনাল এবং শিরোপা জয়।

এমআই