Advertisement
Us Bangla Airlines
কুয়েত প্রবাসী ভক্তদের সুখবর দিল বসুন্ধরা কিংস

কুয়েত প্রবাসী ভক্তদের সুখবর দিল বসুন্ধরা কিংস

খেলা ডেস্ক

২৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

কুয়েতে অবস্থানরত ভক্ত ও সমর্থকদের জন্য সুখবর জানালো বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। আজকের এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৫–২৬-এর আল সীব বনাম বসুন্ধরা কিংস ম্যাচটি কুয়েতের দর্শকদের জন্য সম্পূর্ণ ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের আয়োজন জাবের আল মোবারক আল সাবাহ স্টেডিয়ামে হবে এবং প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো নম্বর ৭। দর্শকদের বিশেষ অনুরোধ করা হয়েছে, যেন সবাই সুশৃঙ্খলভাবে নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করে এবং মাঠে বসুন্ধরা কিংসকে প্রাণভরে সমর্থন জানায়।

চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে গত বছর ভালো সুযোগ পেলেও ব্যর্থ হয়েছিল বসুন্ধরা কিংস। ভুটানের থিম্পুতে তিন ম্যাচেই হারের তেতো স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশ সেরাদের। সেই তুলনায় এবারের কাজটা আরও কঠিন। তবে সেই কঠিন পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে চায় আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ এর শিষ্যরা। 

আজ তাদের সামনে ওমানের জায়ান্ট আল সীব ক্লাব। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় কুয়েত সিটির জাবের আল মুবারাক আল সাবাহ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

চ্যালেঞ্জ লিগের প্রথম আসরে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল ইস্ট বেঙ্গল (ভারত), নেজমেহ এফসি (লেবানন) ও পারো এফসি (ভুটান)। রোমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতার অধীনে তিন ম্যাচেই বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্বে পৌঁছাতে পারেনি বসুন্ধরা। তবে প্রিলিমিনারি প্লে-অফে সিরিয়ার মুরাস ইউনাইটেডকে হারিয়ে গ্রুপ পর্বে নাম লেখাতে সক্ষম হয় তারা।

এমআই