Advertisement
Us Bangla Airlines
এনসিএলে প্রথম দিনেই ৪ শতক, ময়মনসিংহের প্রথম আরিফুল

এনসিএলে প্রথম দিনেই ৪ শতক, ময়মনসিংহের প্রথম আরিফুল

খেলা ডেস্ক

২৫ অক্টোবর ২০২৫, ২১:০৭

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ইতিহাস গড়ল নবাগত দল ময়মনসিংহ বিভাগ। প্রথমবার অংশ নিয়েই উদ্বোধনী ম্যাচের প্রথম দিনেই পেল নিজেদের প্রথম সেঞ্চুরিয়ান। সিলেট বিভাগের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখালেন আরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ময়মনসিংহের। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন শূন্য রানে ফিরেছেন, আরেক ওপেনার নাইম শেখ করেছেন মাত্র ৭ রান। আইচ মোল্লাও বড় কিছু করতে পারেননি, তার ব্যাট থেকে এসেছে ১১ রান। তবে দলের বিপদে জুটি গড়েন আব্দুল মজিদ ও আরিফুল ইসলাম। 

চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১২৭ রান। মজিদ হাফসেঞ্চুরি (৬৫) তুলে ফিরলেও আরিফুল দারুণ সেঞ্চুরি পূর্ণ করেন। ২০৮ বল খেলে তিনি ১০১ রান করেন, যা ময়মনসিংহের হয়ে এনসিএলে প্রথম শতক হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

প্রথম দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। তাহজিবুল ইসলাম ৪৭ বলে ৪৩ রান করে আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। অপরাজিত আছেন আবু হায়দার রনি (১৬) ও শহিদুল ইসলাম (১০)। সিলেটের হয়ে সবচেয়ে সফল বোলার খালেদ আহমেদ, তিনি নিয়েছেন ৩ উইকেট। আসাদউল্লাহ আল গালিব পেয়েছেন ২টি এবং ইবাদত হোসেন নিয়েছেন ১ উইকেট।

দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। রংপুরের বোলারদের দাপটে ঢাকা অলআউট হয়েছে মাত্র ২২১ রানে। ঢাকার হয়ে একাই লড়েছেন মার্শাল আইয়ুব, তার ব্যাটে এসেছে দারুণ একটি সেঞ্চুরি। ফিফটি করেছেন জিসান আলম। রংপুরের হয়ে আবু হাসিম নিয়েছেন ৩ উইকেট, আর মেহেদী হাসান ও নাসির হোসেন পেয়েছেন ২টি করে।

জবাবে ব্যাটিংয়ে নেমে রংপুর দিনের শেষে করেছে ২ উইকেটে ৬৫ রান। মোসাদ্দেক হোসেন করেছেন ৬ রান, নবীন ইসলাম ২১ রানে আউট হয়েছেন। অপরাজিত আছেন আব্দুল্লাহ আল মামুন ৩৩ রানে। ঢাকার হয়ে রিপন মন্ডল ও আনামুল হক নিয়েছেন ১টি করে উইকেট।

এদিন রাজশাহীতেও জমে উঠেছে ব্যাটিং উৎসব। চট্টগ্রাম বিভাগ ৮২.৩ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছে বিশাল ৪০৪ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে রাজশাহী বিভাগ। চট্টগ্রামের ইনিংসে ঝড় তুলেছেন দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। 

৬৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ২২১ রান। ওপেনার জয় ১৬৫ বলে ১২৭ রান করে আউট হন, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি। পাঁচে নেমে ইয়াসির খেলেছেন ১৩৮ বলে ১২৯ রানের ঝলমলে ইনিংস—এটি তার একাদশ সেঞ্চুরি। তাদের পাশাপাশি ইরফান শুক্কুর ৬৩ বলে করেছেন ৭২ রান।

রাজশাহীর ইনিংসের শুরুতেই বিপর্যয় তৈরি করেছেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। দিন শেষে তার ঝুলিতে ২ উইকেট, দুই ব্যাটার হাবিবুর রহমান ও শফিকুল ইসলাম উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

প্রথম দিনেই তিন মাঠে চারটি সেঞ্চুরি। আরিফুল ইসলাম, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি—নিয়ে জমে উঠেছে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর।

এমআই