Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন টাইগার ক্রিকেটাররা

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন টাইগার ক্রিকেটাররা

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ১৮:৪০

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর এক মাসের বেশি সময় ওয়ানডে ক্রিকেট খেলছে না মেহেদী মিরাজের দল। তবুও বাকি ক্রিকেটারদের উন্নতিতে র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

বুধবার (২৭ আগস্ট) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।

মিরাজের আগের অবস্থান ছিল ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিন এখন ৭২ নম্বরে নেমে গেছেন। এ ছাড়া ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ হাসান তামিমেরও।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সেরা একশতে আছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় ও জাকের আলী।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। ১০৩ বলে ১৪২ রানের ইনিংস খেলা হেড বর্তমানে ১১ নম্বরে অবস্থান করছেন।

এমআই