
১৪৪ করেও ৩২ রানের জয় পেল জ্যোতি-মারুফারা
খেলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৮:১৮
উইমেনস চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে জ্যোতি-মারুফারা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পঞ্চাশোর্ধ ইনিংসে শুরুতে ব্যাট করে ১৪৪ রানের মামুলি সংগ্রহ পেয়েছিল লাল দল। জবাবে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় বিসিবির সবুজ দল। তাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৩২ রানের জয় লাল জার্সিধারীরা।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী জাতীয় দলকে লাল ও সবুজে ভাগ করে ম্যাচ আয়োজন করেছে বিসিবি। এই দুই দলের সঙ্গে অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে উইমেনস চ্যালেঞ্জ কাপ নামের টুর্নামেন্ট আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। যেখানে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে নিগার সুলতানার লাল দল।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নাহিদা আক্তারের নেতৃত্বাধীন সবুজ দল। শুরুটা ভালোই করেছিল সবুজের প্রতিনিধিরা। মাত্র ৪২ রানের মধ্যে লাল দলের ৫ ব্যাটারকে ফেরান নাহিদার সতীর্থরা। তবে বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন লাল দলের জ্যোতি।
১৩১ বলে ৬ চারে করেন অপরাজিত ৭৮ রান। লাল দলের স্কোরবোর্ডে জমা হয় ১৪৪ রান। সবুজ দলের স্বর্ণা ও নাহিদা আক্তার ২টি করে উইকেট শিকার করেছেন।
লাল দলের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। মাত্র ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নাহিদা আক্তারের দল। এরপর পেসার মারুফা আক্তারের বোলিং তোপে ১০ ওভার বাকি থাকতেই ১১২ রানে থেমে যায় সবুজের ইনিংস। ফারজানার ৩০ ও নাহিদা ২০ রান করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।
অন্যদিকে মাত্র ৬ ওভারে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন লাল দলের বোলার মারুফা আক্তার। ফাহিমা খাতুনও ৪ শিকার ধরেন ৮.১ ওভারে ২০ রান খরচায়।
এমআই