Advertisement
Us Bangla Airlines
মাঠেই থেমে গেল জীবন, না ফেরার দেশে বরিশালের ফিজিও

মাঠেই থেমে গেল জীবন, না ফেরার দেশে বরিশালের ফিজিও

খেলা ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি রাউন্ডে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ আর নেই। খেলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন এই অভিজ্ঞ ফিজিও। পরে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ সোমবার বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল ও খুলনার ম্যাচ চলাকালীন সময়েই ঘটে এই মর্মান্তিক ঘটনা। বরিশালের ক্রিকেটার মঈন খান জানিয়েছেন, মাঠে প্রাথমিক শুশ্রুষা দেওয়ার পর হাসান আহমেদকে দ্রুত খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ৪৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

এক যুগেরও বেশি সময় ধরে বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন হাসান আহমেদ। পেশায় একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট হিসেবে তিনি কাজ করেছেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন ফর ট্রমা সেন্টারের ম্যানেজার হিসেবেও। সতীর্থ ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন বিনয়ী, নিবেদিতপ্রাণ একজন মানুষ।

তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে কালো আর্মব্যান্ড পরে খেলবেন বাংলাদেশি ক্রিকেটাররা। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার আগে পালিত হবে এক মিনিট নীরবতা।

একইভাবে, জাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডে মাঠে নামা দলগুলোও তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে।

এমআই