
৯৭০৯ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য
খেলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৩
ওপেনিং জুটি নিয়ে বেশ শঙ্কায় ছিল বাংলাদেশ। লম্বা সময় পার হলেও উদ্বোধনী জুটিতে ৫০ রানেরও দেখা মিলছিল না। তাতেই ক্যারিবিয়ান সিরিজে নতুন জুটি ডেকে এনেছে টিম ম্যানেজম্যান্ট। সিরিজের প্রথম দুই ম্যাচে এই জুটিও হয়েছিল ব্যর্থ। তবে তৃতীয় ম্যাচে ৯৭০৯ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে আজ (বৃহস্পতিবার) টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে আগ্রাসী ছিলেন ওপেনার সাইফ হাসান। পরক্ষণেই খোলস ছেড়ে সরূপে ফিরেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। টানা চার-ছয়ের হিড়িকে প্রথম দশ ওভারে ৭৪ রান নিয়েছেন তারা।
ম্যাচের ১৬তম ওভারে শতরানে দেখা পেয়েছিল বাংলাদেশ। তাতে প্রায় দশ বছর পর মিরপুরে ওপেনিং জুটিতে ১০০ রানের দেখা মিলেছে। তবে সেই রানকে আরও বাড়িয়ে দেড়শ ছাড়িয়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। তাতেই ১১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন এই দুই ব্যাটার।
ওপেনিং জুটিতে মিরপুরে সর্বোচ্চ রান ছিল ১৫০। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান করেন এনামুল হক ও ইমরুল কায়েস। যদিও সেই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে প্রায় ১১ বছরের পুরনো জুটির রেকর্ড ভেঙে সৌম্য-সাইফ থেমেছেন ১৭৬ রানে।
রস্টন চেজকে উড়িয়ে মারতে গিয়ে ২৬তম ওভারে আউট হন সাইফ হাসান। উইকেট হারানোর আগে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস (৮০ রান) খেলেন এই ওপেনার। তবে সাইফের আউটে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। মিরপুরে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।
তবে ঢাকার মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৭০ রান করেছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে ঢাকা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেন দুই ওপেনার শাহরিয়ার হোসেন ও মেহরাব অপি। তবে প্রায় ২৬ বছর বা ৯৭০৯ দিন পর ঢাকার মাটিতে ওপেনিং জুটির রেকর্ড ভাঙল সাইফ-সৌম্য।
উল্লেখ্য, ওয়ানডেতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ২৯২ রান করেছিল বাংলাদেশ। সিলেটের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল তামিম-লিটন। এবার তাদের পরেই রেকর্ডের পাতায় জায়গা নিয়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার।
এমআই