Advertisement
Us Bangla Airlines
৫০ উইকেট নেওয়া পেসারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা

৫০ উইকেট নেওয়া পেসারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ১৯:১১

টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন সাতজন বাংলাদেশি বোলার। এর মধ্যে পেসার ৪ জন, বাকি ৩ জন স্পিনার। উইকেট ফিফটিতে নাম লেখানো সবশেষ বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবুও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্কোয়াডে জায়গা পেলেন না সাইফউদ্দিন।

ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজের জন্য আজ (২৩ অক্টোবর) ১৫ সদস্যের স্কোয়াড করেছে বিসিবি। সেই স্কোয়াডে জায়গা হারিয়েছেন আফগান সিরিজে ৪ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া না খেলেই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

বাদ পড়া এই দুই ক্রিকেটারের পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। চোটের কারণে টানা দুইটি ওয়ানডে সিরিজে জায়গা পাননি এই ব্যাটার। এছাড়া আফগান সিরিজের বাকি সব ক্রিকেটাররাই আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

এমআই