
মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ২১:০৬
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সিরিজ জয় সত্ত্বেও তার নেতৃত্ব নিয়ে আলোচনা থামছে না ক্রিকেট মহলে। টাইগারদের পারফরম্যান্সে ওঠানামা থাকায় মিরাজের অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানালেন, বোর্ড এখনই মিরাজের ওপর থেকে আস্থা হারাচ্ছে না, বরং দেওয়া হবে সময়।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়... সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।’
তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক প্রয়োজন কিনা—এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক হতে হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা সুবিধা-অসুবিধা ভেবেই সিদ্ধান্ত নিই। কেউ একজন দুইটা ফরম্যাট সামলাতে পারে, কেউ তিনটাও পারে—সবকিছু নির্ভর করে দলের পরিস্থিতির ওপর।’
মিরপুরের উইকেট নিয়েও তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচের উইকেটটা একটু ধীর ছিল। মিরপুরের মাটিই সম্ভবত স্লো। আগে এই উইকেট সচল রাখতে মরা ঘাস ব্যবহার করা হতো, এবার সেটা না দেওয়ায় উইকেট কিছুটা ধীর গতির হয়েছে। আজকেরটা খুব শুকনো ছিল, ময়েশ্চারও কম। আমি বিশেষজ্ঞ নই, তাই এর বেশি কিছু বলা ঠিক হবে না।’
উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে দল সদ্য ওয়েস্ট ইন্ডিজকে ২–১ ব্যবধানে হারিয়ে ৫৮৪ দিন পর ওয়ানডে সিরিজ জিতেছে। এটাই মিরাজের নেতৃত্বে প্রথম সিরিজ জয়। এর আগে সর্বশেষ ২০২৪ সালের মার্চে সিলেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। সেই ম্যাচের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন।
এমআই