
তলানিতে থাকা মিরাজদের উন্নতির উপায় কী?
খেলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৫
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে র্যাংকিংয়ের নয় দলের মধ্যে থাকতে হবে। তবে সময়সীমাটা দীর্ঘ বটে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকলে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের সামনে রয়েছে ৮টি সিরিজে মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ—যা হতে পারে র্যাংকিং উন্নতির শেষ চাবিকাঠি।
বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে দশ নম্বরে, রেটিং পয়েন্ট ৭৪। তাদের সামনে থাকা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ৮০। দুই দলের পার্থক্য স্পষ্ট হলেও আগামী ১৮ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটি মেহেদী মিরাজদের এই ব্যবধান ঘোচাতে বড় সুযোগ এনে দিতে পারে।
র্যাংকিংয়ে উন্নতি করতে হলে সিরিজে ভালো ফলের বিকল্প নেই। যদি বাংলাদেশ ৩–০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮০ পয়েন্টে। ফলে টাইগাররা উঠে আসবে নয় নম্বরে। সেই সঙ্গে উইন্ডিজ নেমে যাবে দশ নম্বরে, তাদের পয়েন্ট কমে হবে ৭৬।
তবে সিরিজে ২–১ ব্যবধানে জিতলে রেটিং বাড়লেও অবস্থানের পরিবর্তন হবে না; বাংলাদেশ যাবে ৭৬ পয়েন্টে, উইন্ডিজ থাকবে ৭৯-এ। অন্যদিকে, বাংলাদেশ যদি সিরিজে ১–২ ব্যবধানে হারে, তবে তাদের রেটিং কমে হবে ৭৩, আর ক্যারিবিয়ানদের বাড়বে ৮১ পয়েন্টে। তবে হোয়াইটওয়াশ হলে রেটিং পড়ে যাবে ৭১-এ, আর ওয়েস্ট ইন্ডিজের বেড়ে দাঁড়াবে ৮৪ পয়েন্টে।
বিশ্লেষকরা মনে করছেন—ব্যাটিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতা, মিডল অর্ডারের ফর্মহীনতা এবং ম্যাচ ফিনিশিংয়ে দুর্বলতা র্যাংকিং পতনের অন্যতম কারণ। সেইসঙ্গে দলে স্থিতিশীলতা ও নেতৃত্বের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। ঘরের মাঠে এই সিরিজ তাই শুধু জয় নয়, র্যাংকিং ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই হিসেবেও দেখা হচ্ছে।
এমআই