
সেপ্টেম্বর মাসের লড়াইয়ে ভারতীয়দের দাপট
খেলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২১:২৬
সেপ্টেম্বর মাসের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় রাজত্ব করেছেন দুই ভারতীয়। ছেলেদের বিভাগে মাসসেরা হয়েছেন অভিষেক শর্মা, আর নারীদের বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধানা। দুজনেই ভারত জাতীয় দলের ক্রিকেটার।
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন অভিষেক। আসরে সর্বোচ্চ ৩১৪ রান আসে তার ব্যাট থেকে। সাত ম্যাচে তার গড় ছিল ৪৪.৮৫, স্ট্রাইকরেট ২০০ এবং তিনটি হাফসেঞ্চুরি। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটার হয়ে নিজেই উচ্ছ্বসিত এই বাঁহাতি ব্যাটার।
‘আইসিসির পুরস্কার জিততে পেরে সত্যিই দারুণ অনুভূতি হচ্ছে, বিশেষ করে দলের জয়ে অবদান রাখতে পারায় গর্বিত বোধ করছি,’— বলেন অভিষেক। তিনি আরও জানান, টি-টোয়েন্টি দলের ইতিবাচক মানসিকতা ও পারফরম্যান্সই এই অর্জনের ভিত্তি।
মাসসেরার লড়াইয়ে অভিষেক পেছনে ফেলেছেন দুই প্রতিদ্বন্দ্বী—ভারতেরই কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের তরুণ ব্রায়ান বেনেটকে। কুলদীপ এশিয়া কাপে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন। আর বেনেট নয়টি টি–টোয়েন্টিতে করেছেন ৪৯৭ রান, স্ট্রাইকরেট ছিল ১৬৫.৬৬, গড় ৫৫.২২।
নারীদের বিভাগেও একই চিত্র। স্মৃতি মান্ধানা সেপ্টেম্বরে চারটি ওয়ানডে খেলে করেছেন ৩০৮ রান, স্ট্রাইকরেট ১৩৫.৬৮ এবং গড় ৭৭। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ৫৮, ১১৭ ও ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলে সিরিজে আধিপত্য দেখিয়েছেন তিনি। এটি মান্ধানার দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটার হওয়া।
এমআই