
ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের শিক্ষাগত যোগ্যতা কী?
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬
ব্যাট হাতে চারদিকজুড়ে শট খেলার ক্ষমতা থাকায় তাঁকে বলা হয় ‘মিস্টার ৩৬০’। তবে শুধু ক্রিকেট মাঠেই নয়, পড়াশোনাতেও পিছিয়ে ছিলেন না ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপে নানান বিতর্কে আলোচনায় আসা এই অধিনায়কের শিক্ষাগত যোগ্যতা খুঁজছেন নেটিজেনরা।
সম্প্রতি ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে শিরোনামে এসেছেন সূর্যকুমার। কিন্তু ক্রিকেট-জীবনের বাইরেও তাঁর ব্যক্তিগত পটভূমি, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহলী অনেকেই। তবে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায় বেশ পটু ছিলেন এই ক্রিকেটার।
সূর্যকুমারের শিক্ষাজীবন শুরু মুম্বাইয়ের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল থেকে। এই স্কুলে তিনি পড়তেন তাঁর বাবা অশোক কুমার যাদবের কর্মস্থলের কারণে—তিনি একজন প্রকৌশলী হিসেবে কাজ করতেন ওই প্রতিষ্ঠানেই।
এরপর উচ্চশিক্ষার জন্য সূর্য ভর্তি হন মুম্বইয়ের খ্যাতনামা পিল্লাই কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স-এ। সেখান থেকেই তিনি ব্যাচেলর অফ কমার্স (বি.কম) ডিগ্রি অর্জন করেন।
কলেজ জীবনেও ক্রিকেট ছিল তাঁর নেশা ও প্যাশন। ২০১১ সালে, অনূর্ধ্ব-২২ পর্যায়ে দারুণ পারফরম্যান্সের জন্য মহাত্মা এডুকেশন সোসাইটি (পিল্লাই কলেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান) তাঁকে ‘বেস্ট ক্রিকেটার’ সম্মাননায় ভূষিত করে।
বর্তমানে সূর্যকুমার যাদব শুধু ভারতীয় দলের নেতৃত্বই দিচ্ছেন না, বরং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়েও নিয়মিত পারফর্ম করে চলেছেন। তাঁর ব্যাটিং স্টাইল ও নেতৃত্বগুণ তাঁকে করে তুলেছে ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ক্রিকেটার।
এমআই