
নেপালকে আটকে দিয়েও উন্নতি হয়নি বাংলাদেশের
খেলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯
আন্তর্জাতিক ফুটবলে নেপালের বিপক্ষে চার বছর পর ড্র করেও র্যাংকিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আজ প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ১৮৪তম স্থানেই রয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।
জুলাই মাসে প্রকাশিত আগের র্যাংকিংয়েও বাংলাদেশের অবস্থান ছিল একই। অর্থাৎ, সেপ্টেম্বরের একমাত্র ম্যাচেও র্যাংকিং পয়েন্টে কোনো ইতিবাচক প্রভাব ফেলেনি জাতীয় দল।
৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ০-০ গোলে ড্র করে বাংলাদেশ। এটি ছিল দুই দলের মধ্যে চার বছর পর ড্র এবং পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রথমবার নেপালকে হারাতে না হারাতে আটকানোর ঘটনা। এর আগে ২০২২ সালে সর্বশেষ দেখায় বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল।
সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ-নেপালের দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও কাঠমান্ডুর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশকে এক ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়।
নেপালও র্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে। তারা আছে ১৭৬তম অবস্থানে।
এমআই