
এসএ২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ২১:২৪
ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০। আগামী ডিসেম্বরে টুর্নামেন্টটির চতুর্থ আসর মাঠে গড়াতে চলেছে। তবে নতুন আসরকে ঘিরে সেপ্টেম্বরে নিলাম সারবে আয়োজক কমিটি। যেখানে ইতোমধ্যে নাম লিখিয়েছে বিশ্বের ৭৮২ জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। জানা গেছে, আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও খেলছেন ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার এই লিগেও নাম দিয়েছেন তিনি। বাকি ২২ জনের নাম জানা যায়নি।
সেপ্টেম্বরে এসএ২০ এর ড্রাফটে মোট ৭৮২ জন ক্রিকেটার অংশ নেবে। যেখানে ৪৫৪ জন বিদেশি, ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্রিকেটার নিজেদের জায়গা করার জন্য লড়াই করবেন।
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নাম দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা—১৫৩ জন। ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ জন ক্রিকেটার আছেন ড্রাফটে। এ ছাড়া স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থেকে আছেন ১১ জন করে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার নাম দিয়েছেন।
নিউজিল্যান্ড থেকে ৯, নামিবিয়া থেকে ৫ জন আছেন। অস্ট্রেলিয়া, কানাডা ও নেপাল থেকে আছেন তিনজন করে ক্রিকেটার। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়া থেকেও একজন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। এত বিদেশির ভিড়ে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন ২৩ জন ক্রিকেটার।
এমআই