
কিউইদের বিপক্ষে যেখানে সমানে সমান বাংলাদেশ
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬
জিতলে থাকবে সুযোগ, হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন সমীকরণকে সামনে রেখে বিকাল ৩টা মাঠে নামছে নাজমুল শান্তের দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উভয় দলই জয়ের জন্য লড়াই করবে। টাইগারদের হারাতে পারলেই কিউইদের সেমির পথ নিশ্চিত হবে।
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে কিউইদের বিপক্ষে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল বাংলাদেশ। যেখানে সাকিব-রিয়াদের রেকর্ড গড়া জুটি আজও সুখস্মৃতি বহন করে। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম অবশ্য সেই পর্যায়ে নেই। শক্তির ফরম্যাট ওয়ানডেতে টাইগারদের আফগান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল বলেকয়ে হারিয়ে দেয়।
আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে অবশ্য সমানে সমান বাংলাদেশ। আট জাতির এই টুর্নামেন্টে দুই দলের দেখা হয়েছে দুই বার। ১ টি করে জয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের। নিকট অতীতও কথা বলছে বাংলাদেশের পক্ষে। ওয়ানডে ফরম্যাটের সবশেষ ম্যাচে লাথামদের তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল শান্তের দল।
বিশ্বের বড় দলগুলো যেখানে বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না, সেখানে কিউইদের বিপক্ষে ২০১৫ সাল থেকে নিয়মিত খেলছে টাইগাররা। যেখানে পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ব্ল্যাকক্যাপসরা। ২০১৫ এর পর থেকে দুই দলের ২১ দেখায় উইলিয়ামসনরা জিতেছে ১৭ ম্যাচ, যেখানে লাল-সবুজদের জয় ৪ ম্যাচে।
সবমিলিয়ে দুই দলের ৪৫ দেখায় বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে। আর নিউজিল্যান্ডের জয় ৩৩ ম্যাচে। বৃষ্টির কারণে ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
এমআই