Advertisement
Us Bangla Airlines
একাদশে চার স্পিনার নিয়ে সবশেষ কবে খেলেছিল বাংলাদেশ?

একাদশে চার স্পিনার নিয়ে সবশেষ কবে খেলেছিল বাংলাদেশ?

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ১৫:১২

মিরপুরের স্পিন-সহায়ক উইকেট দেখে গত ম্যাচেই কন্ডিশনের শিক্ষা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও যে ঘূর্ণির প্রাধান্য থাকবে, সেটা আঁচ করতে পেরে একাদশে পরিবর্তন এনেছিল ক্যারিবিয়ানরা। তবে সফরকারীদের আটকে রাখতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

একাদশে একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। আর বাকি চারজন—নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন, সবাই বিশেষজ্ঞ স্পিনার। অতিরিক্ত বিকল্প হিসেবে আছেন পার্টটাইমার সাইফ হাসানও। তাতে প্রশ্ন উঠতেই পারে—চার স্পিনার নিয়ে সবশেষ কবে খেলেছিল বাংলাদেশ? 

উত্তরটা ঠিক ১১৯৩ দিন আগে, ২০২২ সালের ১৬ জুলাই। কাকতালীয়ভাবে সেদিনও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচটি হয়েছিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেদিনও একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজ। স্পিন আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন তাইজুল ইসলাম, যিনি নিয়েছিলেন ৫ উইকেট।

সেই ম্যাচে ক্যারিবীয়রা অলআউট হয়েছিল মাত্র ১৬৮ রানে, বাংলাদেশ জিতেছিল ৪ উইকেটে। আজ সেই রকমই এক কন্ডিশন, সেই পুরোনো ছকের ফিরে আসা। তবে এবার প্রতিপক্ষও প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে যুক্ত করেছে দুই নতুন স্পিনার—আকিল হোসেন ও অভিষিক্ত অ্যাকিম অগাস্তেকে।

এদিকে আজ খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো দুই স্পিনার দিয়ে করেছে ইনিংসের প্রথম দুই ওভার। ইতোমধ্যে স্পিনার দিয়ে সফলও হয়েছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে, চার স্পিনারের কৌশলে বাংলাদেশ আবারও বাজিমাত করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এমআই