
বিপিএলে দল পেতে কত টাকা খরচ করতে হবে?
খেলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ২০:১০
আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। বিতর্কিত আগের আসর থেকে শিক্ষা নিয়ে এবারের আয়োজনে আনছে বড় কিছু পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের বিপিএল ব্যবস্থাপনায় তিন বছরের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি’র সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এবারের বিপিএলে দল নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে নতুন আর্থিক কাঠামো। দল পেতে হলে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ২ কোটি টাকা দিতে হবে, যা প্রতিবছর ১৫ শতাংশ হারে বাড়বে।
এ ছাড়া ব্যাংক গ্যারান্টি দিতে হবে ১০ কোটি টাকা। অন্যদিকে, আয়ের অংশীদারিত্বও পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টিকিট বিক্রি, টিভি সম্প্রচারস্বত্ব (রাইটস) ও ডিজিটাল বিজ্ঞাপন বাবদ মোট আয়ের ৩০ শতাংশ দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলোকে। এতে বিপিএলের ব্যবসায়িক সম্ভাবনা এবার আরও বড় আকার নিচ্ছে।
একই সঙ্গে বাড়ানো হয়েছে প্রাইজমানিও। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে ৫টি দল অংশ নেবে। এর মধ্যে ঢাকা, রংপুর ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এখনো আলোচনা চলছে। এবারের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেওয়া হবে ৫ বছরের জন্য।
এমআই