Advertisement
Us Bangla Airlines
রাজশাহীর কোচিং স্টাফে আইপিএলে কাজ করা চন্দ্রশেখর

রাজশাহীর কোচিং স্টাফে আইপিএলে কাজ করা চন্দ্রশেখর

খেলা ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

বিপিএলের ১২তম আসর সামনে রেখে দল সাজানো প্রায় শেষ করেছে সব ফ্র্যাঞ্চাইজি। নিলামের পর দেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত হলেও বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর চেষ্টা চলছে এখনো। এরই মাঝে কয়েকটি দল কোচিং স্টাফ আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে।

রাজশাহী ওয়ারিয়র্সও সেই পথেই হাঁটছে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। তাঁর সহকারী হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, যিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই কোচিং করান। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক আজিজ খান।

ট্রেনার ইফতেখার ইফতি এবং ফিজিও মোজাদ্দেদ সানীকে আগেই ঠিক করে রেখেছিল রাজশাহী। বাকি ছিল শুধু কম্পিউটার অ্যানালিস্টের পদ। অবশেষে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ শ্রীনিবাস চন্দ্রশেখরকে। যিনি বাংলাদেশ ও নেদারল্যান্ডস জাতীয় দলে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন।

দুটি ভিন্ন জাতীয় দল ছাড়াও আইপিএল, রঞ্জি ট্রফি ও বিগ ব্যাশ লিগেও চন্দ্রশেখরের কাজের অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের ব্যস্ত প্রস্তুতিতে তাই এবার রাজশাহী পাচ্ছে সমৃদ্ধ ও অভিজ্ঞ কোচিং সেটআপ।

এমআই