Advertisement
Us Bangla Airlines
শাস্তির মুখে ৩ রান করা ফখর জামান

শাস্তির মুখে ৩ রান করা ফখর জামান

খেলা ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৮

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। তবে দলের সাফল্যের দিনে ব্যাট হাতে হতাশ করেছেন ফখর জামান। মাত্র ৩ রান আসে তাঁর ব্যাট থেকে। হতাশাজনক সেই পারফরম্যান্সের ছয়দিনের মাথায় শাস্তির মুখে পড়তে হলো এই ব্যাটারকে।

গত ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কার দেওয়া ১১৫ রানের লক্ষ্য পূর্ণ করে। তবে ১৮তম ওভারের প্রথম বল খেলার সময় ফখর জামান দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর তিনি প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং তর্কে জড়িয়ে পড়েন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ফখর লেভেল ১ এর ২.৮ ধারা ভঙ্গ করেছেন। এই ধারা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি আপত্তি বা অসন্তোষ প্রদর্শন সংক্রান্ত। সাধারণত এর জন্য ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানা এবং দুইটি ডিমেরিট পয়েন্ট ধার্য হতে পারে।

তবে ফখর জামান অল্পে পার পেলেন। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সলা আফ্রিদি ঘটনার প্রতিবেদন জমা দেন।

ফখর নিজে অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এটি গত ২৪ মাসের মধ্যে পাকিস্তানের এই ক্রিকেটারের প্রথম ডিমেরিট পয়েন্ট।

এমআই