Advertisement
Us Bangla Airlines
৯ বলের সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ

৯ বলের সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ২২:১৩

মিরপুর শেরেবাংলায় নাটকীয়তা আর হতাশার সুপার ওভারে ১ রানে হেরে গেল বাংলাদেশ। ১১ রানের সহজ লক্ষ্য তাড়ায়ও জয় অধরা থেকে গেল মেহেদী হাসান মিরাজের দলের। ৬ বলের সুপার ওভার শেষ করতে ৯ বল হাত ঘুরালেও হারের বৃত্ত পার হতে পারেনি বাংলাদেশ। তাতে তিন ম্যাচ সিরিজ এখন ১–১ সমতায়।

ম্যাচটি গড়িয়েছিল নাটকীয়তায়, যেখানে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ৫০ ওভারে করে ২১৩ রান। সুপার ওভারে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসান ৯ রানের বেশি তুলতে পারেননি। যদিও ওভারের শুরুতেই ওয়াইড ও নো বল মিলিয়ে দরকার ছিল মাত্র ৭।

ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য, শান্ত নেমে রান নিতে পারেননি। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান—সাইফ নিতে পারেন মাত্র ১। এর আগে বল হাতে মোস্তাফিজুর রহমান সুপার ওভারে দেন ১০ রান, শেষ বলে হোপের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হতাশা ডেকে আনে।

এদিকে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরুর আভাস দিয়েও থমকে যায় মাঝপথে। ইনিংসের ভিত্তি গড়ে দেন সৌম্য সরকার, ৮৯ বলে করেন দলের সর্বোচ্চ ৪৫ রান। তবে সাইফ (৬), হৃদয় (১২), শান্ত (১৫) ও অঙ্কন (১৭) ব্যর্থ হওয়ায় মাঝপথেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।

দলের রান যখন ১৬৩/৭, মনে হচ্ছিল দুইশ রানও সম্ভব নয়। তখনই রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসে আশা ফিরে টাইগার শিবিরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও (৩২*) পেয়েছেন রানের দেখা। দুজনে মাত্র ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন ২১৩ রানে।

উইন্ডিজের ইনিংস শুরুতেই চেপে ধরেন স্পিনাররা। ইনিংসের তৃতীয় বলেই নাসুম আহমেদ ফিরিয়ে দেন ব্রেন্ডন কিংকে। দুই প্রান্ত থেকেই স্পিনে চেপে ধরেন মিরাজ ও নাসুম। মাঝের সময়টা আথানজে ও কেসি কার্টির জুটিতে ভালোভাবে সামাল দেয় ক্যারিবীয়রা। তবে রিশাদ হোসেন বল হাতেও জ্বলে ওঠেন, আউট করেন দুজনকেই। 

এরপর রাদারফোর্ড, চেস, অগাস্তে ফিরলে ১৩৩ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে শাই হোপ ও জাস্টিন গ্রেভস ৪৪ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কিন্তু মিরাজের সরাসরি থ্রোতে রান আউট হন গ্রেভস। হোপ অপরাজিত থাকেন ৫৩ রানে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। সেখান থেকে আসে ঠিক ৮, ম্যাচ হয়ে যায় টাই।

এমআই