Advertisement
Us Bangla Airlines
দলের সঙ্গে যোগ দেওয়ার আগে যা বললেন নাইম

দলের সঙ্গে যোগ দেওয়ার আগে যা বললেন নাইম

খেলা ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ১৬:১৮

ভিসা জটিলতায় সিরিজের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তবে দ্বিতীয় ওয়ানডের আগে ঠিকই এসে হাজির নাঈম শেখ। দলের সঙ্গে সরাসরি অনুশীলনে নামার আগে বিমানবন্দরে মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে এসে একটু হালকা ভঙ্গিতেই ছুঁড়ে দেন চড়া এক প্রশ্ন, যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ কিসের?

জাতীয় দলের এই ওপেনার জানালেন, পরিস্থিতি যাই হোক, মাঠে নামা মানেই জয়ের লক্ষ্য। নাইম বলেন, ‘ভালো উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। টিমের সঙ্গে শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। এবার ভিসা জটিলতার কারণে একটা ম্যাচ মিস করলাম। তবে শেষ পর্যন্ত যেতে পারছি, সেটাই বড় ব্যাপার।’

নাঈমের মতো একই সমস্যায় ছিলেন সৌম্য সরকারও। টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেও ভিসা জটিলতার কারণে তিনি সংযুক্ত আরব আমিরাত যেতে পারেননি। শেষপর্যন্ত বাদ পড়েছেন সিরিজ থেকেই। নাঈমের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিকল্প হিসেবে পারভেজ হোসেন ইমনের নাম ভাবা হচ্ছিল। তবে কাঁধের চোটে তিনিও ছিটকে গেছেন।

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে দলে যোগ দিলেও মানসিকভাবে প্রস্তুত নাঈম। বললেন, ‘দুইটা ম্যাচ বাকি, এখন লক্ষ্য জেতা। আমরা জয়ের আশা নিয়েই যাচ্ছি।’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ১৪ অক্টোবর হবে শেষ ম্যাচ। ১৬ সদস্যের স্কোয়াডে থাকা নাঈম শেখ দেরিতে হলেও দলে যোগ দিয়ে এখন প্রস্তুত, মাঠে প্রমাণ দিতে। দেখার পালা, একাদশে সুযোগ পেলে নিজেকে কতটা নিংড়ে দিতে পারেন নাইম।

এমআই