Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ২১:০৩

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে ফের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি এক দিন করে পেছানো হয়েছে।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

নতুন সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর থেকে পিছিয়ে ২১ অক্টোবর, এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর।

এই সিরিজ দুই দলের জন্যই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে সেই আসর।

এর আগে ২০২৪ সালের সফরে ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদিও একই সফরে ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছিল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এরপরই দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম টাইগার্স।

এমআই