
এশিয়া কাপে কোন ক্রিকেটার কত টাকা পেলেন?
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০
নানা নাটকীয়তার পর সম্প্রতি শেষ হয়েছে এশিয়া কাপ ২০২৫। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে ভারত। সবমিলিয়ে সাত ম্যাচ খেলে কোনো ম্যাচেই হারেনি সূর্যকুমার যাদবের দল। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে টি-টোয়েন্টির বিশ্বসেরা দলটি।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড় অর্জন করেছেন মূল্যবান পুরস্কার ও অর্থ। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব, যিনি টুর্নামেন্টে ১৭ উইকেট তুলে নিয়েছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ডলারের অর্থ পুরস্কার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।
একই সঙ্গে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা, যিনি ৩০০ রানের বেশি সংগ্রহ করেছেন। অভিষেক পেয়েছেন ১৫ হাজার ডলার ও একটি এসইউভি গাড়ি। চীনের গ্রেট ওয়াল মটরসের তৈরি এই চার চাকার ফ্ল্যাগশিপ এসইভি শুধু চেহারায় নয়, দামেও বেশ দাপুটে। আন্তর্জাতিক বাজারে এই গাড়ির দাম ভারতীয় মুদ্রায় ৫০ থেকে ৬০ লাখ।
ফাইনালের সেরা খেলোয়াড় তিলক বর্মা পেয়েছেন ৫ হাজার ডলারের চেক, যা প্রায় ৪ লাখ টাকা সমপরিমাণ। ম্যাচের গেম চেঞ্জার পুরস্কার পেয়েছেন শিবম দুবে।
রানার্স-আপ পাকিস্তান দল পেয়েছে মোট ৭৫ হাজার ডলারের চেক, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে চ্যাম্পিয়নদের দল রাজনৈতিক কারণে এখনো গ্রহণ করেনি ভারত। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।
টুর্নামেন্টে তৃতীয় হয়েছে বাংলাদেশ দল, সেই স্বীকৃতি হিসেবে ৬০ লাখের বেশি অর্থ পুরস্কার পাবে লিটন দাসের দল। এছাড়া ম্যাচ জয় ও অন্যান্য ব্যক্তিগত অর্জনের কারণেই প্রতি ম্যাচ শেষে বিভিন্ন অঙ্কের আর্থিক পুরস্কার গ্রহণ করেছে সব দেশের ক্রিকেটাররা।
এমআই