Advertisement
Us Bangla Airlines
সাব্বিরের ঝড়ের পরেও উদ্বোধনী ম্যাচে রাজশাহীর হার

সাব্বিরের ঝড়ের পরেও উদ্বোধনী ম্যাচে রাজশাহীর হার

খেলা ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। টুর্নামেন্টের প্রথম দিনটা যেন অনেকটা বৃষ্টির সঙ্গে লড়াই করেই কাটল ক্রিকেটারদের। বগুড়ায় ম্যাচ মাঠেই গড়ায়নি। রাজশাহীতে উদ্বোধনী ম্যাচে মাত্র ৫ ওভার খেলা হয়েছে। তবে আকাশের মন খারাপের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন সাব্বির, তবুও হেরেছে তার রাজশাহী বিভাগ।

রোববার (১৪ সেপ্টেম্বর) শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত কার্টেল ওভারের এই ম্যাচে দারুণ জয় পেয়েছে ঢাকা মেট্রো। দলটির ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ো ইনিংসে স্বাগতিক রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে নাঈম শেখের দল। মাত্র ১২ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ক্রিকেটার।

রাজশাহীতে সকাল থেকে টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। তবে দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ অফিসিয়ালরা খেলার সিদ্ধান্ত নেন। ইনিংসের দৈর্ঘ্য দাঁড়ায় মাত্র ৫ ওভারে। টস জিতে ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। মাত্র ১৪ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার—হাবিবুর রহমান সোহান (২), সাব্বির হোসেন (৪) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০)। শান্ত ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। এরপর ম্যাচের হাল ধরেন সাব্বির রহমান ও মেহেরব হোসেন। 

সাব্বির ছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে রাজশাহীর রানের গতি বাড়িয়ে দেন। তাঁর সঙ্গে ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন মেহেরব। ৫ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৬০/৩। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ নেন দুটি এবং আবু হায়দার রনি একটি উইকেট।

৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা নড়বড়ে ছিল ঢাকার। ওপেনার নাঈম শেখ ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ এবং রনি ৮ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত ধরে রেখে ব্যাট চালাতে থাকেন মাহফিজুল ইসলাম রবিন। মাত্র ১২ বল খেলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। চারটি বাউন্ডারির সঙ্গে হাঁকান একটি ছক্কাও।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন শফিকুল ইসলাম, একটি উইকেট পান আসাদুজ্জামান পায়েল।

এমআই