
বাদ মাহমুদউল্লাহ, এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৪ জন। আগামী ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে। তাতে দেখা যাবে মোট ৫৪১ জন ক্রিকেটারের নাম।
প্রাথমিক তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদের নাম জানিয়েছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পাননি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই বাংলাদেশি। তবে সাকিব-মোস্তাফিজসহ চূড়ান্ত তালিকায় রয়েছেন লাল-সবুজের প্রতিনিধি।
এছাড়া লিটন, তানজিম হাসান, তানজিদ হাসান, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা রয়েছেন এসএ টোয়েন্টি ড্রাফটের চূড়ান্ত তালিকায়।
এসএ২০ এর ড্রাফটে মোট ৭৮২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে টুর্নামেন্টটির আয়োজক সংস্থা। এর মধ্যে মোট ২৪১ জন বিদেশি খেলোয়াড় নিলামে উঠবেন, তবে সর্বোচ্চ বিক্রি হবেন ২৫ জন। অন্যদিকে নিলামে ৫৯টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩০০ জন প্রোটিয়া ক্রিকেটার।
এদিকে বাংলাদেশ থেকে ১৪ জন ক্রিকেটার নাম লেখালেও দল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ডিসেম্বরে এসএ টোয়েন্টির নতুন মৌসুম শুরু হবে। একই সময়ে আয়োজিত হবে বিপিএলও। ফলে ক্রিকেটারদের ব্যস্ততা আর অনাপত্তিপত্রের জটিলতায় ড্রাফটে সুযোগ না-ও মিলতে পারে।
তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। গেল বছর থেকে দেশের মাটিতে ক্রিকেট খেলতে না পারা এই ক্রিকেটার বর্তমানে বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলে বেড়াচ্ছেন। আগামী বিপিএলেও তার দেশে আসা নিয়ে শঙ্কা রয়েছে। ফলে এসএ টোয়েন্টি চলাকালীন সময় অবসর থাকবেন এই ক্রিকেটার। তাতে সাকিবকে দলে ভেড়াতে পারে যেকোনো ফ্র্যাঞ্চাইজি।
এমআই