Advertisement
Us Bangla Airlines
মুশফিক-মাহমুদউল্লাহ’র ব্যাটিং পজিশনে খেলবেন যারা

মুশফিক-মাহমুদউল্লাহ’র ব্যাটিং পজিশনে খেলবেন যারা

খেলা ডেস্ক

০২ জুলাই ২০২৫, ১২:০৩

ওয়ানডে সংস্করণে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছিল বাংলাদেশ দল। আইসিসির ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত সেই টুর্নামেন্ট খেলার পর ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের অভিজ্ঞ দুই বীর সেনানীকে ছাড়া আজ মাঠে নামবে টাইগাররা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। মুশফিক-রিয়াদ না থাকায় নিশ্চিতভাবে এই ম্যাচের ব্যাটিং পজিশনে পরিবর্তন দেখা যাবে। গতকাল বিষয়টি জানিয়েছেন অধিনায়ক মিরাজ।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বয়স্ক মুশফিক-রিয়াদ, আলোচনায় আছেন যারা

তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমরা সিনিয়রদের মিস করব। তারা অনেকদিন দেশের হয়ে খেলেছেন। তবে যেহেতু তারা অবসর নিয়েছেন, এটাও মেনে নিতে হবে। তবে এখন যারা দলে এসেছে, তাদের জন্য এটা ভালো সুযোগ। ভালো করলে সামনে স্থায়ী হতে পারবে। আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো করব।’

মুশফিক ও রিয়াদের জায়গায় কারা সুযোগ পাবেন, এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি কারা তাদের জায়গায় মানিয়ে নিতে পারে। এই ধরনের রদবদল এক-দুই সিরিজে হয়ে যাবে না। সময় দিতে হবে। একসঙ্গে এত সিনিয়র খেলোয়াড় সরে যাওয়াটা দলের জন্য একটু কঠিন। তবে আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোতে উন্নতি আনতে।’

ফর্মহীন মুশফিক তবুও ব্যাট হাতে যেখানে শীর্ষে

মিরাজ আরও বলেন, ‘এর আগেও বলেছি, আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি, ওডিআই খেলিনি এবং দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তারা অবসর নিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন অভিজ্ঞ খেলোয়াড় নিতে পারি।’

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার মনে হয় দুইটা জায়গার মধ্যে একটিতে আমি নিজে ব্যাটিং করতে পারি। আরেক জায়গায় হয়তো খেলাতে পারি লিটন দাসকে। কারণ সেখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে (বড় স্কোরের দিকে এগিয়ে নিতে) হয়।’

এমআই