Advertisement
Us Bangla Airlines
‘মাহমুদউল্লাহ-মুশফিকের জাতীয় দলে খেলা এত সহজ হবে না’

‘মাহমুদউল্লাহ-মুশফিকের জাতীয় দলে খেলা এত সহজ হবে না’

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ২২:৩০

বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তার বয়স ৪০ ছুঁইছুঁই। রিয়াদের তুলনায় এক বছরের ছোট আত্মীয় সম্পর্কের মুশফিকুর রহিম। দলের সবচেয়ে বয়স্ক দুই ক্রিকেটার চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিদায় নেবেন, এমনটাই ধারণা করা হচ্ছিলো। কিন্তু সেটাও করেননি তারা।

অভিজ্ঞতায় বাকিদের তুলনায় এগিয়ে থাকলেও ফিটনেস, পারফরম্যান্স বিবেচনায় বেশ পিছিয়ে মুশফিক, মাহমুদউল্লাহ। চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স ছিল বেশ দৃষ্টিকটু। দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। 

ফর্মহীন মুশফিক তবুও ব্যাট হাতে যেখানে শীর্ষে

শুধু রান খরা নয়, অভিজ্ঞ দুই ব্যাটারের আউট হওয়ার ধরণও তাদের অভিজ্ঞতা মূল্যায়ন করবে না। এরপরই দুই সিনিয়রের অবসর নিয়ে বেশ আলোচনা ওঠেছিল। কিন্তু এত সমালোচনার পরেও দলকে গুড বাই জানানি তারা। এবার মুশফিক-মাহমুদউল্লাহের বিদায় প্রসঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

আজ বিসিবির বোর্ড সভার পর এই পরিচালক বলেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’

‘মাহমুদউল্লাহ খেলতে নয়, ছুটি কাটাতে এসেছে’

অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের জাতীয় দলে খেলা এত সহজ হবে না জানিয়ে নাজমূল আবেদীন বলেন, ‘আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি। যদিও এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু তাদের খেলাটা সহজ হবে না।’

এমআই