Advertisement
Us Bangla Airlines
ফর্মহীন মুশফিক তবুও ব্যাট হাতে যেখানে শীর্ষে

ফর্মহীন মুশফিক তবুও ব্যাট হাতে যেখানে শীর্ষে

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪

বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান কে, এক বছর আগেও এমন প্রশ্নের অবধারিত উত্তর ছিল মুশফিকুর রহিম। নাম, রান, অভিজ্ঞতা- সবকিছুর বিচারে বাকিদের তুলনায় এগিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু মুশফিকের সাম্প্রতিক ফর্ম কোনোভাবেই তার পক্ষে কথা বলবে না। টেস্ট কিংবা ওয়ানডে- পিন্ডিতে সেই ১৯১-এর ইনিংস ছাড়া বাকি ম্যাচে ডাহা ব্যর্থ মুশফিকুর রহিম।

ব্যর্থতার ধারাবাহিকতা চ্যাম্পিয়নস ট্রফিতেও অব্যাহত রেখেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ব্যাট হাতে মুশফিকের বাজে ফর্মে তাঁকে দল থেকেও বাদ দেওয়ার গুঞ্জন ওঠেছে। কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশে ফিরলে মুশির বাদ পড়া অসম্ভব কিছু নয়।

দলকে বিপদে ফেলতেই যেন ‘অভিজ্ঞ’ মুশফিক!

ব্যাট হাতে এত বাজে সময় কাটানোর পরেও লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে ওয়ানডেতে মুশফিক বিশ্বের সব ক্রিকেটার থেকে সবচেয়ে এগিয়ে। গড়, রানের বিবেচনায় এ তালিকায় শীর্ষে রয়েছেন টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া তালিকায় রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার, তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদে হাল ধরায় এই দুই ক্রিকেটারের জুড়ি নেই।

পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে লোয়ার অর্ডার (৬-১১) পজিশনে ২৩ ইনিংস ব্যাট করেছেন মুশফিকুর রহিম। যেখানে ৪৪.৮ গড় আর ৯১ স্ট্রাইক রেটে ৮০৭ রান করেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। লেজের সারির ব্যাটারদের সঙ্গে ৬ ফিফটির সঙ্গে ১ সেঞ্চুরিও করেছেন তিনি। 

পরের ম্যাচে মাহমুদউল্লাহকে পাবে তো বাংলাদেশ?

মুশফিকের পরেই এই তালিকায় রয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ ইনিংসে কিউই অলরাউন্ডার করেছেন ৭৯৯ রান, গড় ৪২। সমানসংখ্যক ইনিংস খেলে ৩৯.৮ গড়ে ৭৯৫ রান করেছেন প্রোটিয়াদের তারকা ব্যাটার ডেভিড মিলার। ওয়ানডেতে লোয়ার অর্ডারে খেলতে নেমে ঈর্ষণীয় গড়টা অবশ্য টাইগারদের ‘ক্রাইসিস ম্যান’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের।

২০২৩ সাল থেকে বাংলাদেশের হয়ে ১৫ ইনিংস লোয়ার অর্ডারে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৫৪.৮ গড়ে ৬৫৮ রান করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। চারটি অর্ধশতকের সঙ্গে এই পজিশনে নেমে ১টি সেঞ্চুরিও রয়েছে তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন রিয়াদ। 

এমআই