Advertisement
Us Bangla Airlines
নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়ছেন মুশফিক?

নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়ছেন মুশফিক?

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকেরও একই হাল। রান খরা যেন কোনভাবেই কাটছে না এই ক্রিকেটারের। সবশেষ বিপিএল, আফগান সিরিজ, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট- কোথাও রানে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটার। 

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নেমেও রানের দেখা পাননি মুশফিক। অক্ষর প্যাটেলের প্রথম বলে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছেন এই ব্যাটার। অথচ স্পিন বলে দলের হয়ে সবচেয়ে সাবলীল ক্রিকেট খেলার সুনাম রয়েছে মুশফিকের। সেটাকে ভুল প্রমাণ করে বাঁহাতি স্পিনারের আর্ম বল খেলতে গিয়ে কাটা পড়েন তিনি।

অভিজ্ঞ এ ব্যাটার দলের বিপদের সময়ে হাল না ধরার পরিবর্তে বিপদ বাড়িয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বেশ। তবে ৫ ব্যাটারকে হারানোর পর দলের ইনিংস মেরামত করেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। হৃদয়ের নজর কাড়া শতক আর জাকেরের ৬৮ রানের ইনিংসে ২২৮ রানের মোটামুটি সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ।

দলকে বিপদে ফেলতেই যেন ‘অভিজ্ঞ’ মুশফিক!

দলের বিপদে হাল ধরা এই দুই ব্যাটারকে কিউইদের বিপক্ষেও খেলাতে চাইবে বাংলাদেশ। পাশাপাশি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন টাইগারদের পরবর্তী ম্যাচে। তবে প্রশ্ন হচ্ছে মাহমুদউল্লাহ দলে ফিরলে বাদ পড়বেন কোন ক্রিকেটার। গুঞ্জন রয়েছে, শেষ পর্যন্ত মুশফিককেই জায়গা ছাড়তে হতে পারে।

ব্যাটে হাতে রান খরায় ভোগা মুশফিককে অবশ্য দলে টানার কারণ রয়েছে। ওয়ানডে ক্রিকেটে ২৭৩ ম্যাচ খেলা এই ক্রিকেটার উইকেটের পেছনেও দায়িত্ব সামলান। একই কাজ জাকের, ইমন পারলেও মানের বিবেচনায় মুশফিক এগিয়ে থাকবেন। ফলে অভিজ্ঞতা আর কিপিংয়ের জন্য দলে টিকে থাকছেন এই ক্রিকেটার।

মুশফিক-তাসকিনের সামনে অপেক্ষা করছে যে মাইলফলক

নিউজিল্যান্ডের বিপক্ষে এবার মুশফিককে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। যদিও গতকাল জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মুশফিকের পক্ষেই কথা বলেছেন। মুশফিকের ফর্ম চিন্তার কারণ কি না প্রশ্নে রাজ্জাক বলেন, ‘কেন চিন্তার কারণ হবে? একটা ম্যাচ খারাপ করেছে। এটা যে কেউই হতে পারে। আমার মনে হয় না যেকোনো একজন ব্যাটারের পারফরম্যান্স এত চিন্তার কারণ হবে।’

রিয়াদের ইনজুরি প্রসঙ্গেও কথা বলেন নির্বাচক রাজ্জাক। তিনি বলেন, ‘ফিজিওর উপর নির্ভর করেছে। আজকে প্র্যাকটিস করলো। অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা। ওরা জানাবে খুব সম্ভবত প্র্যাকটিস শেষে আরকি।’ 

এমআই