
বরিশালের জার্সিতে মুশফিকের নতুন রেকর্ড
খেলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিকুর রহিম। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে ১৯১ রানের ইনিংসের পর ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোন অর্ধশতকের দেখা পাননি এ ব্যাটার। সারজায় আফগানদের সাথে খেলা সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচে করেছিলেন মাত্র এক রান। তারপর আঙুলের ইনজুরিতে ক্যারিবিয়ান সিরিজ মিস করেন এ ব্যাটার।
ইনজুরি কাটিয়ে ঘরোয়া লিগে মাত্র দুইটি ম্যাচ খেলেন বগুড়ার সন্তান। রাজশাহী বিভাগের হয়ে দুই ম্যাচে করেন যথাক্রমে ৪৬ এবং ১৩ রান। এনসিএলের পর এবার বিপিএল খেলতে নেমেছেন মুশফিক। বরিশালের হয়ে খেলা এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সমালোচিত সুইপ শটে মাত্র ১৩ রান করে আউট হয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
ব্যাট হাতে মন্দ সময় কাটালেও গ্লাভস হাতে বরিশালের জার্সিতে নতুন রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। আজ (৩০ ডিসেম্বর) উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরে ডিসমিসালে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড নিজের নামে বাগিয়েছেন।
টানা দুই আসরে বরিশালের জার্সিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলানো মুশফিকের ডিসমিসাল সংখ্যা এখন ১৯টি। যেখানে ১৭ ক্যাচের পাশাপাশি দুইটি স্টাম্পিং করেছেন এ উইকেটরক্ষক। রেকর্ড গড়ার পথে মুশফিক টপকেছেন নুরুল হাসান সোহানকে। দলটির হয়ে ১০ ইনিংস খেলা সোহানের ডিসমিসাল সংখ্যা ১৮টি।
মুশফিক-সোহান ছাড়া গত আসরের চ্যাম্পিয়নদের জার্সিতে আরও ৩ উইকেটকিপার বিশ্বস্ত দস্তানা হাতে দায়িত্ব সামলেছেন। এদের মধ্যে এনামুল হক বিজয়, ইরফান শুক্কুর, মাহিদুল অঙ্কণের নামে রয়েছে যথাক্রমে ৭, ৫, ২টি ডিসমিসালের রেকর্ড।
এমআই