Advertisement
Us Bangla Airlines
রিয়াদের মন্ত্রে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিং

রিয়াদের মন্ত্রে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিং

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০৬

লক্ষ্য ১৯৮। জবাবে প্রথম বলেই উইকেট হারায় ফরচুন বরিশাল। নাজমুল শান্তের মতো অল্পেতেই আউট হন তামিম, মায়ার্স। পাওয়ার প্লের পর ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছিলেন মুশফিক-হৃদয়। তাতে মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিলো বরিশাল ভক্তরা। 

অপর প্রান্তে উইকেট হারালেও ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী হারানোর মাঝে তরবারির মতো ব্যাট চালিয়েছেন ৪০ ছুঁইছুঁই এ ব্যাটার। প্রথমে শাহিন আফ্রিদির সাথে ৫০ রানের জুটি এবং পরে ফাহিম আশরাফের সাথে ৮৮ রানের জুটিতে বরিশালকে ম্যাচ জিতিয়ে উঠেছেন মাহমুদউল্লাহ।

ম্যাচ সেরা রিয়াদের সাথে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৭ ছক্কা আর এক বাউন্ডারিতে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের রহস্য জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।

উইকেটে আসার পর মাহমুদউল্লাহর সঙ্গে আশরাফের কী কথা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে পাকিস্তানি তারকা বলেন, ‘প্রথমত, মোহাম্মদ ভাই (মাহমুদউল্লাহ) একজন জাদুকরী লোক। উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি  কী হচ্ছে? তিনি বলেন, 'শুধু টিকে থাকো উইকেটে।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতার বিষয়টিই এমন। আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়ে। এরপর আমরা দুজনেই নিজেদের স্নায়ুচাপের ওপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছু অনেক সহজ হয়ে যায়।’

নতুনত্বের বিপিএল, প্রথম ম্যাচেই আসল ৩৯৭ রান!

বিপিএলের প্রথম ম্যাচেই হয়েছে ৩৯৭ রান। রাজশাহীর ১৯৭ রানের জবাবে বরিশালের ডাবল সেঞ্চুরি। এত রানের পিচকে 'অতিমাত্রায় ব্যাটিং সহায়ক উইকেট' বলে সম্বোধন করেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ফাহিম আশরাফ অবশ্য দুর্দান্ত পিচ বলেছেন। 

পিচ নিয়ে করা এক প্রশ্নে ফাহিম বলেন, ‘আমরা যখন প্রথম বোলিং শুরু করি, তখন আমি মনে করেছি এটা ১৫০-৬০ রানের পিচ। তবে ১০ ওভার পরে যখন স্লোয়ার বল কাজ করছিল না, তখন মনে হয়েছে এটি ১৭০ রানের পিচ। ইয়াসির অনেক ভালো খেলেছে। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরও ভালো হয়ে যায়। পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হয়ে যায়। শুরুতে পিচ সফট ছিল, পরে সেটা শক্ত হয়ে যায়।’

এমআই