
বিপিএলের সূচিতে যে কারণে পরিবর্তন আনল বিসিবি
খেলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩
পরিবর্তন, পরিমার্জনে বিপিএল নিয়মিতই আলোচনার জন্ম দেয়। এবার বা পিছিয়ে থাকবে কেন! চলতি বিপিএল শুরুর আগেই বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল শুরুর দ্বিতীয় দিন, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের দুই ম্যাচ নিয়মিত সূচি থেকে কিছুটা এগিয়ে শুরু করা হবে।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের ক্রিকেট অভিভাবক জানায়, মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
Change in BPL 2025 Match Start Times on 31 December In light of directives from the Dhaka Metropolitan Police regarding...
Posted by BPL - Bangladesh Premier League on Monday, December 30, 2024
সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না। বিকল্প হিসেবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে পাওয়া যাবে।
উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইট হিসেবে প্রতি বছরের ৩১ ডিসেম্বর এমনিতেও বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকে। এর সাথে যুক্ত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র পাঠ পর্ব। জুলাই অভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে মঙ্গলবার ঘোষণাপত্র পাঠ করবেন ১৫৮ জন সমন্বয়ক। তাতে ঢাকায় যানজট বাড়ার সম্ভবনা রয়েছে।
ফলে সবমিলিয়ে বিপিএলের সূচিতে পরিবর্তন আনল বিসিবি। তবে ৩১ ডিসেম্বর ছাড়া বাকি সময়সূচি অপরিবর্তিত রাখছে বিসিবি।
এমআই