
বিপিএলের খেলা কোথায়, কীভাবে দেখবেন
খেলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আজ। দেশের ক্রিকেটের বড় এই আসরের আগে বেড়েছে দর্শকদের উন্মাদনা। টিকিটের খোঁজে দর্শকদের হাহাকারে কাঁপছে মিরপুর। যদিও বিপিএলের এবারের টিকিট বিক্রি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে।
মাঠে গিয়ে খেলা দেখার পাশাপাশি এবারের বিপিএলও টিভিতে এবং অনলাইনে দেখার সুযোগ রয়েছে। বিপিএলের ১১তম আসরের মিডিয়া রাইটস কিনে নিয়েছে গাজী টিভি এবং টি স্পোর্টস। ফলে টিভিতে এই দুই চ্যানেলে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এছাড়া টি-স্পোর্টস অ্যাপ এবং র্যাবিটহোল অ্যাপে খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। পাশাপাশি অনলাইনে টি স্পোর্টস ওয়েবসাইট ও র্যাবিটহোলবিডি ওয়েবসাইটে দেখা যাবে খেলা। তবে ওয়েবসাইট এবং অ্যাপে খেলা দেখতে অর্থ ব্যয় করতে হবে দর্শকদের।
দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে এবারের বিপিএলের পর্দা নামছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট- তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। সাত দলের ৩৯ দিনের এ ক্রিকেটীয় লড়াই আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে ইতি টানবে।
এমআই