Advertisement
Us Bangla Airlines
বিপিএলে বাইক জেতার সুযোগ, যা করতে হবে দর্শকদের

বিপিএলে বাইক জেতার সুযোগ, যা করতে হবে দর্শকদের

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর খবর দিল বিসিবি। প্রতিদিন খেলা দেখতে আসা ভাগ্যবান এক দর্শক র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন একটি রেভো ই-বাইক। প্রায় একমাস (২৪ দিন) ধরে চলা ঘরোয়া ক্রিকেটের সেরা এ টুর্নামেন্টে প্রতিদিন পুরস্কার পাবেন দর্শকেরা।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডেতে একজন করে দর্শক রেভো ই-বাইক জেতার সুযোগ পাবেন। তবে প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। 

আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। তবে এই পুরস্কার জিততে একটি নিয়ম মানতে হবে দর্শকদের। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে তাদের স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে হবে। তাতে স্টেডিয়ামে প্রবেশ করা দর্শকদের থেকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান বিজয়ীকে। 

আগের আসরেও স্টেডিয়ামে থাকা সেরা দর্শককেও উপহার দিয়েছিল বিসিবি। তবে সেবার ‘ফ্যান অব দ্য ম্যাচ’ হিসেবে একজন দর্শককে ম্যাচ সেরা খেলোয়াড়ের অটোগ্রাফযুক্ত ব্যাট উপহার দেওয়া হত। 

এমআই