Advertisement
Us Bangla Airlines
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বয়স্ক মুশফিক-রিয়াদ, আলোচনায় আছেন যারা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বয়স্ক মুশফিক-রিয়াদ, আলোচনায় আছেন যারা

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৫, ১৯:০১

চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলতে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে বুদ্ধিহীন শটে উইকেট বিলিয়ে মাঠ ছেড়েছেন ৪০ বছরে পা রাখা এই মিডল অর্ডার ব্যাটার। ফিটনেস নিয়ে তার সংগ্রাম করা তো নিত্যকার ব্যাপার।

বাংলাদেশ দলে আরেক অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে ইতোমধ্যে ২৭৪ ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই, গেল বছরের দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও বেশ বিবর্ণ ছিলেন তিনি। তবুও তাকে সঙ্গী করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও টিকে যাচ্ছেন বয়স্ক মুশফিক-রিয়াদ।

‘মাহমুদউল্লাহ-মুশফিকের জাতীয় দলে খেলা এত সহজ হবে না’

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির জন্য সর্বমোট ২২ জন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে শুধু তাসকিন আহমেদকে। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম প্রস্তাব করা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। 

আলোচিত মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন। ফলে তাকেও ‘এ’ ক্যাটাগরিতে রেখেছেন নির্বাচকেরা। মুশফিক-শান্ত ছাড়াও এ ক্যাটাগরিতে আছেন- মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছেন। শুধু ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি।

রিয়াদের এক ফরম্যাট বিবেচনায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রেখেছে গাজী আশরাফের নির্বাচক প্যানেল। একই ক্যাটাগরিতে নাম আছে টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। এছাড়া তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানার মতো সম্ভাবনাময় তারকারা হয়েছেন রিয়াদের সঙ্গী।

ফর্মহীন মুশফিক তবুও ব্যাট হাতে যেখানে শীর্ষে

‘সি’ ক্যাটাগরিতে প্রস্তাব করা হয়েছে সৌম্য সরকার, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদীর নাম। নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ আছেন ‘ডি’ ক্যাটাগরিতে। তবে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। 

এদিকে গত টি-টোয়েন্টি সিরিজে খেলা শামীম হোসেন নেই প্রস্তাবিত চুক্তির তালিকায়। টেস্ট দলের নিয়মিত মুখ জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাইম ইসলামেরও নাম নেই এই তালিকায়। যদিও এই তালিকাই চূড়ান্ত নয়, ফলে শেষবেলায় পরিবর্তন দেখা যেতে পারে।

প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে যাদের নাম আছে

‘এ’ প্লাস ক্যাটাগরি: তাসকিন আহমেদ
‘এ’ ক্যাটাগরি: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম
‘বি’ ক্যাটাগরি: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা
‘সি’ ক্যাটাগরি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী
‘ডি’ ক্যাটাগরি: নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। 

এমআই