গুলবাদিন নাইবের সেই অভিনয়ের আসল রহস্য জানা গেল
খেলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৯:২১
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে গুলবাদিন নাইবের ইনজুরি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। বৃষ্টি নেমে আসার ঠিক আগে হঠাৎ ঊরু চেপে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি—দেখে মনে হয়েছিল গুরুতর চোট। পরে জানা গেল, সেটি পুরোটাই ছিল অভিনয়। আর এবার সামনে এলো সেই নাটকীয় মুহূর্তের আসল রহস্য।
সুপার এইটের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১১৫ রান তুলেছিল আফগানিস্তান। সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে ম্যাচটি জিততেই হতো, তাও আবার ১২.১ ওভারের মধ্যেই। ১২.৪ ওভারে বৃষ্টি নামার সময় বাংলাদেশের স্কোর ছিল ৮১/৭। এতেই বৃষ্টি আইনে শেষ হয়ে যায় সব সম্ভাবনা, আফগানিস্তান খেলে সেমিফাইনাল।
এমন পরিস্থিতিতে সময় ক্ষেপণের জন্য নির্দেশ দিয়েছিলেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। কিন্তু তার ইশারা পুরো ভুলভাবে বুঝেছিলেন গুলবাদিন নাইব। ট্রট শুধু বলতে চেয়েছিলেন—‘সময় নাও, একটু ধীরে করো।’ কিন্তু গুলবাদিন ভেবেছিলেন, হয়তো তাকে মাঠে পড়ে যেতে বলা হচ্ছে! ফলে তিনি ঊরু ধরে মাটিতে গড়াগড়ি শুরু করেন।
ঘটনাটি মনে করে হাসতে হাসতেই ট্রট বলেন, ‘আমি কখনোই তাকে বলিনি শুয়ে পড়তে। শুধু জানতে চেয়েছিলাম কত বলে কী হচ্ছে। কিন্তু ইশারা ভুল বুঝে সে অভিনয় শুরু করে দিল। রশিদ খান তো ওর উপর খুবই রেগে গিয়েছিল! পুরো ব্যাপারটাই ছিল বিশৃঙ্খলা।’
শেষ পর্যন্ত অভিনয়–বিতর্ক, বৃষ্টি–বিরতি সব মিলিয়ে বাংলাদেশ ৮ রানে হেরে যায় ম্যাচটি। প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে উচ্ছ্বাসে মাতেন আফগান ক্রিকেটাররা। সেখানেই ইনজুরির অভিনয় করা গুলবাদিন দেন ‘ভোঁ দৌড়।’ তাতেই সমালোচনার স্তূপে চাপা পড়েন আফগান অলরাউন্ডার।
এমআই