Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটকে বিদায় বলার সময় জানালেন তামিম

ক্রিকেটকে বিদায় বলার সময় জানালেন তামিম

খেলা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

আন্তর্জাতিক ক্রিকেটকে গেল বছর আনুষ্ঠানিক বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল খান। জাতীয় দলকে ‘গুড বায়’ জানালেও ঘরোয়া লিগে নিয়মিত খেলছিলেন এই ক্রিকেটার। তবে চলতি বছর ডিপিএল খেলতে গিয়ে মাঠে আকস্মিক অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। এরপর কোনো ধরণের ক্রিকেটেই আর তাকে দেখা যায়নি।

গুঞ্জন ছিল, ডাক্তার ছাড়পত্র পেলেই আবার মাঠে ফিরবেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছিল, চলতি এনসিএল ও আসন্ন বিপিএলে মাঠে দেখা যাবে তাকে। তবে ডাক্তারের ছাড়পত্র মিললেও শিগগিরই ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

দেশের প্রচলিত এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম জানিয়েছেন, যদি তিনি বিসিবি পরিচালকের পদে নির্বাচিত হন, তাহলে ক্রিকেট থেকে বিদায় নেবেন। দীর্ঘদিন ধরেই বিসিবির দায়িত্বে আসার গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার তিনি নির্বাচন নিয়ে সবার সামনে এ কথা বলেছেন।

তামিম বলেন, ‘আমি যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে স্পষ্ট কোনো নিয়ম নেই যে আমি খেলতে পারব বা পারব না— তবে দায়িত্বে চলে আসলে আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেটের ইতি টানতে হবে।’

তিনি আরো জানিয়েছেন, ক্রিকেট ছেড়ে দেওয়ার বিষয়টি নতুন নয়। বরং বোর্ডে কাজ করার মাধ্যমে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখার আগ্রহই তাঁর মূল উদ্দেশ্য। ‘বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার জন্য আমার চিন্তা নতুন নয়। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকেই এই শখ আমার ছিল,’ বলেন তামিম।

বিসিবির নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে নির্বাচন কার্যক্রম।

এমআই