Advertisement
Us Bangla Airlines

তামিম ইকবাল

নাম: তামিম ইকবাল খান
জন্ম : ২০ মার্চ ১৯৮৯, চট্টগ্রাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত (স্ত্রী - আয়েশা সিদ্দিকা)
খেলায় ভূমিকা : বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান
 
দল : বাংলাদেশ, চিটাগং কিংস, দুরন্ত রাজশাহী, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, ফরচুন বরিশাল, মিনিস্টার ঢাকা, পেশোয়ার জালমি।
 
সংক্ষিপ্ত জীবনী
তামিম ইকবাল একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। ক্রিকেটীয় পরিবার থেকে উঠে আসা তামিম ইকবাল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রানের মালিক তামিম। ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস এবং ম্যানচেস্টারে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে আলোচিত হয়েছিলেন তামিম। ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২০১১ সালে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে উইজডেন অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। বাংলাদেশী ব্যাটসম্যানদের মাঝে ইনিংসের হিসাবে (১৯ ইনিংস) দ্রুততম এক হাজার টেস্ট রানের কীর্তিও তার।
 
Advertisement
usb-air
Advertisement
usb-assets