
ভক্তদের জন্য সুখবর দিলেন তামিম ইকবাল
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৩:২৩
জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তামিম ইকবাল। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার। তবে গেল মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালেই হার্ট অ্যাটাক করে বসেন তামিম। ফলে লম্বা সময় মাঠের বাইরে রয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছিলো, আগামী বিপিএল দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান। তবে ভক্তদের জন্য সুখবরই দিলেন সাবেক টাইগার ওপেনার। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন তিনি। বিপিএলের আগে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগ।
সম্প্রতি এক গণমাধ্যমকে মাঠে ফেরার খবর তামিম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’
এনসিএলের কয়েকটা ম্যাচ খেলবেন জানিয়ে তামিম বলেন, ‘সুযোগ আছে এনসিএলে খেলার। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’
আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’
এমআই