Advertisement
Us Bangla Airlines
উইজডেনে বর্ষসেরা হয়েছিলেন যে ২ বাংলাদেশি

উইজডেনে বর্ষসেরা হয়েছিলেন যে ২ বাংলাদেশি

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৮:০৪

ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত ম্যাগাজিন প্রতিষ্ঠান ‘উইজডেন।’ একই নামে আরেকটি মাসিক ক্রিকেট সাময়িকী রয়েছে, এর নাম ‘উইজডেন ক্রিকেটার।’ সেখানের একটা প্রতিষ্ঠান উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। এই সংগঠন থেকেই প্রতি বছর বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচন করা হয়।

চলতি বছর উইজডেনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। বর্ষসেরা নারী ক্রিকেটার পদেও ভারতের রাজত্ব। এই পুরস্কারে ভূষিত হয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা।

২০২৪ সালে ১৩টি টেস্ট খেলে বুমরা নিয়েছেন ৭১ উইকেট, গড় ছিল ১৫-এরও নিচে। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন বুমরা। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফিতেও ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।

নারী ক্রিকেটে ব্যাট হাতে গেল বছর একাই রাজত্ব করেছেন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে গত বছর ১৬৫৯ রান করেছেন স্মৃতি। যা আন্তর্জাতিক নারী ক্রিকেটে একটি ক্যালেন্ডার বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি তাঁর ব্যাট থেকে ভারতের মোট ৬৭৩৯ রানের এক চতুর্থাংশই এসেছে।

ভারতের রাজত্বের বছরে বাংলাদেশ ছিল বেশ পিছিয়ে। টি-টোয়েন্টিতে সুপার এইটে খেলেও কোনো ম্যাচ জিততে পারেনি। ওয়ানডে ক্রিকেটে ৩ সিরিজের দুটোই হেরেছে। টেস্টেও ছিল জয়-পরাজয়ের লুকোচুরি। ক্রিকেটারদের পারফরম্যান্সেও ছিল না ধারাবাহিকতা। ফলে বাংলাদেশ থেকে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার সুযোগ নেই।

নাম প্রত্যাহার করলেন সাকিব, তামিমের সঙ্গে হচ্ছে না সাক্ষাৎ!

তবে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক থেকে বাংলাদেশের ২ ক্রিকেটার বর্ষসেরা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন সাকিব আল হাসান। বর্ষসেরা হতে সাকিব গৌতম গাম্ভীর, গ্রায়েম স্মিথ, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিনটফ, ডেল স্টেইন এবং অ্যান্ড্রু স্ট্রাউসের মতো বিখ্যাত সব ক্রিকেটারকে পেছনে ফেলেছেন।

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের আগস্ট পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন তিনি। বাঁহাতি স্পিনার সাকিব এই আট টেস্টে উইকেট নিয়েছেন ৪৫টি। এর মধ্যে ইনিংসে ৫ উইকেট নেন তিনি পাঁচবার। রান করেছেন ৪৯৮, গড় ৩৫.৫৭। দুর্দান্ত এই পারফরম্যান্সের সেবার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

সাকিবের পরের বছরেই উইজডেনে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন তামিম ইকবাল খান। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১০ এর ৩১ আগস্ট পর্যন্ত ৭ টেস্টে এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেন। ব্যাট হাতে এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মর্যাদা পান তামিম ইকবাল।

মুখোমুখি সাকিব-তামিম, খেলবেন কোথায়?

বর্ষসেরা হতে সেবার অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও মর্নে মর্কেল, ভারতের শচীন টেন্ডুলকার ও জহির খান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলেছেন তামিম ইকবাল।

তামিম-সাকিবের পর বাংলাদেশের কোনো ক্রিকেটার আর উইজডেনের বর্ষসেরা খেতাব অর্জন করতে পারেননি। তবে উইজডেনের এবারের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন তাসকিন আহমেদ। এর আগে ২০২২ সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদি হাসান মিরাজ সুযোগ পেয়েছিলেন।

এমআই