
এনসিএল টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মাহমুদউল্লাহ
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
এনসিএল টি-টোয়েন্টিতে মাত্র এক ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। গত ২৭ সেপ্টেম্বর সিলেটের ভেন্যুতে ঢাকা মেট্রোর হয়ে ২২ বলে ৪১ রান করেছিলেন তিনি। এরপর হাঁটুর চোটের কারণে আর মাঠে ফিরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টি বৃষ্টির কারণে মাঝপথে থেমে যায়। দীর্ঘ বিরতির পর ২৬ সেপ্টেম্বর ঘরোয়া লিগটি পুনরায় শুরু হলেও মাহমুদউল্লাহর চোট তাকে খেলায় অংশ নিতে বাধা দিয়েছে। তবে, চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে বড় কোনো সমস্যা নেই। বর্তমানে তিনি পুনর্বাসন কার্যক্রমে রয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, ৫ অক্টোবর আমেরিকার আটলান্টা টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের কথা রয়েছে মাহমুদউল্লাহর। এছাড়া জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকা অবস্থায় তিনি নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও সেটি এখনো নিশ্চিত নয়।
ক্রিকেটের পাশাপাশি কোচিং দিকেও আগ্রহী মাহমুদউল্লাহ সম্প্রতি বিসিবির লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন এবং আগামী এক থেকে দুই বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক।
এমআই