
২২ বলে ব্যয় ৫০ রান, কেন এত খরুচে হলেন হারিস রউফ?
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭
এশিয়া কাপের ফাইনালে রান খরচ করে তোপের মুখে পাকিস্তানি পেসার হারিস রউফ। মাত্র ২২ বলেই ৫০ রান খরচ করেছেন তিনি। যেখানে বাকিরা ১৬ ওভারে খরচ করেছিলেন মাত্র ১০০ রান! হারিসের এত খরুচে হওয়ায় সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাশাপাশি কারণও খোলাসা করেছেন তিনি।
১৪৬ রানের সামান্য লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে প্রবল চাপে রেখেছিল পাকিস্তান। কিন্তু হারিস রউফের বোলিং বারবার সেই চাপ ভেঙে দিয়েছিল। প্রথম ওভারেই ৭ রান দিলেও পরবর্তী তিন ওভারে দিলেন মোট ৪৩ রান। শিভম দুবে ও তিলক ভার্মার চার-ছক্কায় ওভারগুলো সরাসরি রান উৎসবের মতো হয়ে দাঁড়ায়।
৬ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬৪ রান। রউফের ওভার থেকে এসেছে ১৭ রান। শেষ তিন ওভারে যখন প্রয়োজন ছিল ৩০ রান, তখনও তার ওভারের রান হলো ১৩। ওভারের শেষ বলে তিলক ভার্মা ফুল টস পেয়ে গ্যালারিতে পাঠিয়েছিলেন বল। শেষ ওভারে ভারতকে মাত্র ১০ রান দরকার ছিল, যেখানে দ্বিতীয় বলেই তিলকের ছক্কায় ম্যাচের সমাপ্তির ঘণ্টা বাজে।
রউফের ভারতের বিপক্ষে এমন নাজুক পারফরম্যান্স নতুন নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান ৮ বলে, যেখানে বিরাট কোহলির দুটি ছক্কায় রউফের বোলিং অচল হয়েছিল। ভারতের বিপক্ষে ৭ টি-টোয়েন্টিতে তার ৯ উইকেট থাকলেও, ইকোনমি রেট প্রায় ৮.৬৬, যা ফর্মের প্রশ্ন তুলে।
ফাইনালের পর সনি স্পোর্টসের স্টুডিয়োয় ওয়াসিম আকরাম বলেছিলেন, ‘রউফ ভারতের বিরুদ্ধে রান মেশিন। এটা আমি একা বলছি না, গোটা দেশই তার বোলিং নিয়ে কথা বলছে। কারণ সে লাল বলের ক্রিকেট খেলে না, তাই উন্নতি করা কঠিন।’
পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলা রউফ এরপর দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। আকরাম মনে করেন, ‘লাল বল না খেললে বোলার হিসেবে নিয়ন্ত্রণ রাখা মুশকিল। অন্তত ৪-৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসতে হবে। নাহলে তাকে দলে নেওয়া উচিত নয়।’
রউফের রান-আপ নিয়েও প্রশ্ন তুলেছেন আকরাম। তিনি বললেন, ‘চার-পাঁচ বছর খেলার পরও রান-আপ ঠিকঠাক না করা, এটা লাল বল না খেলার কারণে। এশিয়া কাপে ৯ উইকেট নিলেও ওভারপ্রতি ৯ রান খরচ করা তাকে এই টুর্নামেন্টের সবচেয়ে খরুচে বোলারদের মধ্যে দাঁড় করিয়েছে।’
এমআই