
১৩ বলে ফিফটির পর ৫১ বলে সেঞ্চুরি, দুই দিনে দুই রেকর্ড!
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৪
১৩ বলে ফিফটির রেশ এখনও মিলিয়ে যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে কয়েকদিন আগেই অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন নামিবিয়ার ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক। এবার পুনরায় ব্যাটে আগুন ধরালেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টিতে গড়লেন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে চলছে আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। নাইজেরিয়ার বিপক্ষে আজ রোববার সেখানেই ৬৫ বলে ১৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নামিবিয়ার ইয়ান ফ্রাইলিঙ্ক। ১৫টি চার ও ৬টি ছক্কায় সাজানো এই ইনিংস এখন নামিবিয়ার ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
এর আগে এই রেকর্ড ছিল জেজে স্মিটের দখলে—দুই দিন আগে কেনিয়ার বিপক্ষে ৩৯ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক।
মাত্র ১০ দিন আগে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন ফ্রাইলিঙ্ক। সেদিনই ১৩ বলে ফিফটি হাঁকিয়ে তিনি নামিবিয়ার হয়ে দ্রুততম এবং বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির মালিক হন।
নাইজেরিয়ার বিপক্ষে আজকের সেঞ্চুরি তার ক্যারিয়ারের প্রথম। নামিবিয়ার ইতিহাসে পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি। ম্যাচটিতে তার ইনিংসের ওপর ভর করে ২৩৫ রানের বিশাল স্কোর গড়ে নামিবিয়া। জবাবে নাইজেরিয়াকে তারা হারায় ১১৭ রানে।
টানা দুই ম্যাচ জিতে বাছাইয়ের 'এ' গ্রুপের শীর্ষে আছে নামিবিয়া। ফ্রাইলিঙ্ক নিজেও রয়েছেন দুরন্ত ফর্মে—শেষ তিন ইনিংসে তার রান যথাক্রমে ৭৭, ৩৩* ও ১৩৪।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুতে ফ্রাইলিঙ্ক খেলতেন লোয়ার অর্ডারে। পরে মিডল অর্ডার হয়ে তাকে ওপেনিংয়ে আনা হয়। ওপেনার হিসেবে মাত্র ৯ ইনিংসেই করে ফেলেছেন একটি ফিফটি ও একটি সেঞ্চুরি—যেখানে আগের ৪২ ইনিংসে ছিল কেবল একটিমাত্র ফিফটি।
এমআই