Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখবেন কোথায়?

এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখবেন কোথায়?

খেলা ডেস্ক

১৫ নভেম্বর ২০২৫, ১২:১৪

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। জাতীয় দলের পাশাপাশি এনসিএলে চলছে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ। একই সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেটাররাও সম্প্রতি আফগান সিরিজ শেষ করেছেন। আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্স–এ–সাইড টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে থেমেছে বাংলাদেশ।

এই ব্যস্ত সূচির মাঝেই আজ এশিয়া কাপ রাইজিং স্টার্সে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হংকং। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে এই ম্যাচ দেখা যাবে।

১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। আট দল নিয়ে গড়া এই লিস্ট ‘এ’ স্বীকৃত টুর্নামেন্টটি গত বছর পর্যন্ত পরিচিত ছিল ‘ইমার্জিং এশিয়া কাপ’ নামে। নাম পরিবর্তনের পর আরও শক্তিশালী পরিচয়ে তরুণ তারকাদের জন্য মঞ্চ তৈরি করেছে এশিয়ার এই প্রতিযোগিতা।

বাংলাদেশের স্কোয়াডেও এসেছে বেশ কিছু চমক। প্রথমবারের মতো মূল দলে জায়গা পেয়েছেন প্রতিশ্রুতিশীল পেসার জাওয়াদ আবরার। আলোচনায় থাকা অনূর্ধ্ব–১৯ লেগ স্পিনার স্বাধীন ইসলামও জায়গা করে নিয়েছেন। সঙ্গে রয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেরব হোসেন অহীন। পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বজয়ী যুবা অধিনায়ক আকবর আলী।

বাংলাদেশ ‘এ’ দল

জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এমআই