Advertisement
Us Bangla Airlines
চার মিনিটে হামজার দুই গোল

চার মিনিটে হামজার দুই গোল

খেলা ডেস্ক

১৩ নভেম্বর ২০২৫, ২১:৪৬

ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন বাংলাদেশের। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে লিড নিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

প্রথমার্ধে সফরকারী নেপাল ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পরই মাঠে নামে বদলে যাওয়া বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার জায়গায় সামিত সোমকে নামান কোচ ক্যাবরেরা। আর তাতেই বদলে যায় ম্যাচের মোড়।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস করেন ফাহিম। নেপালের ডিফেন্ডার ক্লিয়ার করতে গেলেও বল এসে পড়ে অধিনায়ক জামালের পায়ে। তিনি এক ঝটকায় বলটা তুলে দেন হামজার উদ্দেশে। বক্সের ভেতরে শূন্য লাফিয়ে দুর্দান্ত বাইসাইকেল কিকে জালের ঠিকানা খুঁজে পান হামজা। গোল হতেই গর্জে ওঠে পুরো স্টেডিয়াম!

বাংলাদেশের হয়ে বাইসাইকেল কিকে গোল সচরাচর দেখা যায় না। তাই এই গোল উদযাপন করেছে পুরো কোচিং স্টাফ ও সতীর্থরা বিশেষভাবে।

মাত্র চার মিনিট পরই আবার গোল পায় বাংলাদেশ। বক্সের ভেতরে ফরোয়ার্ড রাকিবকে ফাউল করেন নেপালের সুমন শ্রেষ্ঠা। বল তখন বক্স ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু রাকিব ছুটে যাচ্ছিলেন পেছন থেকে—সেই সময় তাকে ঠেলে দেন সুমন। লঙ্কান রেফারি কাওসুন লাকমাল সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। প্রতিবাদ করেও লাভ হয়নি নেপালি খেলোয়াড়দের।

স্পটকিক থেকে ঠান্ডা মাথার শটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি হামজার চতুর্থ গোল। 

জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ২৫ মার্চ ভারতের শিলংয়ে। ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে প্রথম গোল করেন তিনি। এরপর ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দারুণ ফ্রি কিকে করেছিলেন দ্বিতীয় গোল। আজ নেপালের বিপক্ষে সেই তালিকায় যোগ হলো আরও দুটি।

এমআই