Advertisement
Us Bangla Airlines
১৭১ রান করেও কেন আক্ষেপে ডুবছেন জয়?

১৭১ রান করেও কেন আক্ষেপে ডুবছেন জয়?

খেলা ডেস্ক

১৩ নভেম্বর ২০২৫, ১৯:২২

১৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। প্রত্যাশা ছিল হয়তো জন্মদিনেই ছুঁয়ে ফেলবেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় দিনের সকালে মাত্র ২ রান যোগ করেই ব্যক্তিগত ১৭১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

সিলেট টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেললেও মুখে রইল হালকা আফসোস। দিন শেষে সংবাদ সম্মেলনে জয় বললেন, ‘হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতাম। বলতে পারি, একটু হতাশ যে পারিনি।’

২৮৬ বলের ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কায় এসেছে জয়ের ১৭১ রান। সেটাই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা ইনিংস। জাতীয় দলের হয়ে শেষবার অর্ধশতক পেয়েছিলেন ২০২৩ সালে, আর প্রথম সেঞ্চুরি ২০২২ সালে। দীর্ঘ সময় পর ব্যাটে বড় ইনিংস আসায় সন্তুষ্ট হলেও ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় আক্ষেপ ঝরল জয়ের কণ্ঠে।

তিনি বলেন, ‘অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি, এটা খুশির। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।’

জয় আরও বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওইখানে ভালো পারফর্ম হয়েছিল, এরপর চারদিনের ম্যাচেও ভালো করেছি। তাই চেষ্টা করেছি সেখানকার ইনিংসের ধারাবাহিকতাই বজায় রাখতে। ভিন্ন কিছু নয়, যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চেয়েছি।’

জন্মদিনে ডাবল সেঞ্চুরি না পেলেও, সিলেটের মাটিতে ১৭১ রানের এই ইনিংসেই মাহমুদুল হাসান জয় লিখে রেখেছেন এক অনন্য অধ্যায়। বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্মদিনে খেলা এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

এমআই