জাকের আলীকে ফর্মে ফিরতে কোথায় উন্নতি করতে হবে?
খেলা ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
এশিয়া কাপ থেকেই ব্যাট হাতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ে যিনি আলো ছড়িয়েছিলেন, এখন সেই জাকেরকে খুঁজে পাওয়া যায় না। অফ সাইডের বল টেনে লেগ সাইডে খেলার চেষ্টা করে উইকেট বিলিয়ে দিচ্ছেন বারবার। একাদশ থেকে ছিটকে পড়েও পুরনো ছন্দ খুঁজে পাননি।
গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন জাকের। মাত্র ৩ বলে ৫ রান করে ফেরেন সাজঘরে। সিরিজ হার তো বটেই, বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ৩–০ ব্যবধানে। শেষ ১০ আন্তর্জাতিক ইনিংসে কেবল একবার ৩০ পেরিয়েছেন এই ডানহাতি ব্যাটার, আর পাঁচ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
তবু হতাশ নন অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, জাকের কামব্যাক করবেই। গতকাল ম্যাচ শেষে লিটন বলেন, ‘কামব্যাকের একটাই অপশন—সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তিত হলে নেতিবাচক চিন্তাই আসে। ইতিবাচক চিন্তা আসলেই ভালো কিছু সম্ভব।’
সতীর্থকে ফর্মে ফেরার পরামর্শ দিয়ে লিটন আরও বলেন, ‘সবসময় বলব—নিজেকে সময় দেওয়া, নিজের ওপর বিশ্বাস রাখা এবং যারা সাহায্য করে তাদের সঙ্গে সময় কাটানো। আমার মনে হয়, ও শিগগিরই কামব্যাক করবে, ভালোভাবেই করবে।’
একই সঙ্গে দলের বাকি খেলোয়াড়দের প্রতিও আস্থা প্রকাশ করেন লিটন দাস— ‘যে প্লেয়াররা খেলছে সবাই পরীক্ষিত। ২–১টা সিরিজ এমন যেতেই পারে। কারও ৫–৬টা ম্যাচ খারাপ গেলে সেটা মানে এই নয় যে সে খারাপ খেলোয়াড়।’
বাংলাদেশ অধিনায়কের মতে, শুধু খেলোয়াড় বদলে ফলাফল বদলানো যাবে না। লিটন বলেন, ‘সবাই জানে কোথায় উন্নতি করতে হবে। বারবার পরিবর্তন করলেও ফল একই থাকবে। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের নিয়েই আরও এগোতে হবে।’
ব্যাটসম্যানদের স্কিল উন্নতির দিকেও ইঙ্গিত দেন তিনি—‘বিশ্ব ক্রিকেট অনেক এগিয়ে গেছে। সুইপ, রিভার্স সুইপ—এই শটগুলো এখন খুব জরুরি। আমাদের ব্যাটারদের এসব শটে দক্ষ হতে হবে। যত বেশি স্কিল বাড়ানো যাবে, তত ভালোভাবে ম্যাচে প্রয়োগ করা সম্ভব।’
এমআই